কবি-সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি হাসান হাফিজ ‘কালের কণ্ঠ’র সম্পাদক নিযুক্ত হয়েছেন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় এ দৈনিকের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন।
তার জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এলাহিনগর গ্রামে। প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতায় যুুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় ১৯৭৬ সালে তিনি তৎকালীন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন। সর্বশেষ তিনি দৈনিক খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
কবি হিসেবে সুখ্যাত হাসান হাফিজের মৌলিক ও সম্পাদিত মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯৫। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হিন্দি, আরবি, উর্দু, ফারসি ও চাকমা ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে।
তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তাদের একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ একজন বিশেষজ্ঞ চিকিৎসক।