চাঁদপুরের কচুয়া নির্বাচনি এলাকায় (চাঁদপুর-১) আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জেনারেশন-জি ও আগামীর আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী জেনারেশনের জন্য প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। গতকাল দুপুরে কচুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। জনসমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। এহছানুল হক মিলন আরও বলেন, বিগত দিনে যেভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে এই শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে।