প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন, বিচারব্যবস্থাকে স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ ১৩ দফা দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতা গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গতকাল গণদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করতে হবে।
দলের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাল ফারদিন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বর্তমান সরকারের প্রতি আস্থা বেড়েছে। এখন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের যথাযথভাবে মূল্যায়ন ও পরিবারকে সহযোগিতা করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় দলীয় রাজনীতি বন্ধ করে শুধু প্রতিষ্ঠানের শিক্ষা-সংক্রান্ত সুযোগ দিতে হবে। বিদ্যুৎ খাতসহ সব মেগা প্রকল্পের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। অতীতের তিনটি জাতীয় নির্বাচনের অনিয়মকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সভায় মাসুম বিল্লাল ফারদিনকে বিএনপিসহ সব শরিক দলের সঙ্গে লিয়াজোঁ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য ঢাকা মহানগর উত্তর, দক্ষিণের কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।