পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে। এ ছাড়াও ১৬ অতিরিক্ত সচিব এবং ১২ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো বলে জানানো হয়।
এ ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূছের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।