বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত খুনি, স্বৈরাচার, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এতেই বোঝা যায়, ভারতের বাংলাদেশ বা এ দেশের জনগণের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শেখ হাসিনাকে।’ গতকাল বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘আমরা আন্দোলন করেছি কিন্তু শেখ হাসিনার ভয়ে তার কাছে আত্মসমর্পণ করিনি। শেখ হাসিনা আমাদের কারাগারে প্রেরণ করেছে। আমরা কারাগার থেকে বের হয়ে আবার এ অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে মুক্তকণ্ঠ করেছি। আন্দোলন থেকে আমরা পিছপা হইনি। স্বৈরাচারী হাসিনা সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ-কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশ থাকে। তারা সেখানে কী করে? কোথায় চাকরি করে? কী তাদের টাকার উৎস? কাউকে জানানো হয়নি।’ দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছে।’ প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সফু, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, প্রচার দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা সোহেল রানা, মো. সাইফুল ইসলাম, কামাল উদ্দিন আহমদ, আবদুল বারেক শেখ প্রমুখ। কর্মসূচির আওতায় দ্বিতীয় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জের সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তা।