ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণ অভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। আ স ম রব বলেন, এই মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেওয়া যাবে না। তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে, তেমনি সমাজের মধ্যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সব পাড়া, মহল্লা, গ্রাম, গঞ্জ, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর, মহানগর ও জাতীয় পর্যায়ে ‘গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ বা অনুরূপ সংগঠন অবিলম্বে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনায় সমাজ গঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা এবং সংকট সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। এ মঞ্চ এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জনমতকে নিরন্তর শানিত ও বিস্তার করবে। ‘গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ ভবিষ্যতে স্থানীয় সরকারের ‘ভ্রুণ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই মঞ্চ এক দিন জন্ম দেবে আগামীর কাক্সিক্ষত ও শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা।