গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন অনাবাসী বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিতে তিনি এ প্রস্তাব জানান। ড. কামাল হোসেন লিখেছেন, দেশকে প্রভাবিত করে জরুরি রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট ও উৎসাহিত।
বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি ঐতিহ্যের ধারক তরুণ সম্প্রদায় দেশের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজে কীভাবে অংশগ্রহণ ও অবদান রাখতে পারে সে বিষয়েও অন্তর্বর্তী সরকার অনুসন্ধান চালাতে পারে। আমি আন্তরিকভাবে আশা করি আপনি এ প্রস্তাবটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং আপনার সুবিধা মতো ব্যবস্থা গ্রহণ করবেন।