বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ দেখিয়ে শাস্তি পাওয়া আরও ১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারপ্রধান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে তাদের সাধারণ ক্ষমা করে দেশে ফেরত পাঠায় আমিরাত সরকার। সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক দুটি বিমানে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এখন পর্যন্ত ক্ষমা পাওয়া ২২ জন চট্টগ্রাম এসে পৌঁছেছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সোমবার বিকালে ও রাতে পৃথক বিমানে মোট ১০ জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে গত শনিবার ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।