বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো চিন্তা করিনি বেঁচে ফিরে আসব। আর সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। রূপগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ সরকারের এজেন্টদের চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিকালে ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন মিয়া। সভাপতিত্ব করেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা।
বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক মাহফুজুর রহমান, বায়োজিত মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া, শাহজাদা মিয়া, জাকারিয়া, আলী আহমেদ, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাজী নাছির উদ্দিন পারভেজ, জাকির হোসেন রিপন, দাউদ মোল্লা, সাহেদ প্রধান, আবদুল জলিল মিয়া, মজিবুর রহমানসহ অনেকে।
এ সময় কাজী মনিরুজ্জামান মনির আরও বলেন, নমিনেশন বা এমপি-মন্ত্রিত্ব আমি কিছুই চাই না। আমি চাই রূপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে থাকতে। আমি ভালোবাসা বিচ্ছিন্ন করতে পারব না। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার আমাকেসহ আমাদের বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক নির্যাতন করেছে।যারা সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।