পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, আমি গত শনিবার রাঙামাটি পরিদর্শনে গিয়েছি। সেখানে আলোচনা করেছি। রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এসব হামলা চালিয়েছে তারা কোথা থেকে এসেছে কেউ জানে না। এর পেছনে কারা জড়িত তা বের করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
গতকাল সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন।