গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামকে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর গৃহায়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন মো. হামিদুর রহমান খান। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে ওএসডি করে জনপ্রশাসনে সংযুক্ত সচিব হাফিজুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক আবুল বাশারকে ওএসডি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) করা হয়েছে সৈয়দ মো. নুরুল বাসিরকে।