গাজীপুরের টঙ্গীতে ছেলেকে গলাটিপে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল দুপুরে রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার একটি কাশবন থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মৃত ওই শিশুর নাম আবদুর রহমান মুছা (১১)। এ ঘটনায় শিশুটির বাবা মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহিউদ্দিন মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের সিরাজ মাতবদের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মা শরিফুন নেছা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মুছা ওই এলাকার হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।