বিদ্যুৎ কেন্দ্রের ১৭ কোটি টাকার তামার ক্যাবল গোপনে বিক্রি ও আত্মসাতের অভিযোগে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ মামলাটি করেন।
আসামিরা হলেন- সিপিজিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার ক্যাবল বাইরে বিক্রি করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। গত আগস্টে আসামিরা তিনটি কন্টিনারের ৫৬ দশমিক ৯০ টন তামার ক্যাবল সরকারি অনুমতি না নিয়ে গোপনে বিক্রি করে দেন। যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৭ লাখ টাকা। মামলায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।