রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বারিধারা এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাকে রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান তিনি।