দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছরের তাঁর নিয়োগ দেওয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। বাজার, গার্মেন্ট ও বিদ্যুৎসহ সব সেক্টরে হাসিনা তাঁর লোকজন দিয়ে অরাজকতা করে সরকারকে ব্যর্থ প্রমাণের যে অপচেষ্টা করছে তা রুখে দিতে হবে।
গতকাল নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে দুলু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য। তাই তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার শুরু করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হলেই বাংলাদেশ স্বাভাবিক হবে।
নলডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আবদুল সালাম রান্টুর সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।