সারের বাজারে বিশৃঙ্খলা এবং পোশাক খাতে অস্থিরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গতকাল বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী- যদি কোনো রাজনৈতিক দলের নেতাদের অনাকাক্সিক্ষত হস্তক্ষেপে সারের বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে ওই দলের নেতাদের বিরুদ্ধে দ্রুত কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সার সংগ্রহ করতে চাষিদের চরম ভোগান্তি এবং সার মিললেও বস্তাপ্রতি ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ৫০০ টাকা গুনতে হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া পোশাক খাতে অস্থিরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে গাজী আতাউর রহমান সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
কোনো রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে জিম্মি হয়ে পড়া কৃষক ও ডিলাররা আন্দোলনে নামলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে।
গাজী আতাউর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দল কৃষক এবং ডিলারদের জিম্মি করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।
সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান প্রমুখ।