ছায়ানট ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলীর আয়োজন করে রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থা। গতকাল শুক্রবার সকালে বারডেম হাসপাতাল থেকে শিল্পীর লাশ শহীদ মিনারে আনা হয়। এর পর সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিল্প-সংস্কৃতি অঙ্গনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
শিল্পীকে শেষ শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, পাপিয়া সরোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, স্বনন, উদীচী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা।
ছায়ানট ও শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পাপিয়া সারোয়ারের লাশ নেওয়া হয় ধানমন্ডি ২৮ নম্বরের বাসায়। সেখান থেকে ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জুমা নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপিয়া সারোয়ার।