রাজশাহীতে সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘মনিরকে রাত ৮টার কিছুক্ষণ আগে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আমরা যেটা ব্রটডেথ বলি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, তিনি আগেই মারা গেছেন। এরপর তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।’
সহকারী ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। কয়েক বছর ধরেই স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে কাজ করছিলেন তিনি। রাজশাহী মহানগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ওই সিনেমার শুটিং চলছিল। সেখানেই মনির অসুস্থতাবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা। সিনেমার পরিচালক রায়হান রাফী সাংবাদিকদের জানান, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাফী বলেন, ‘সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। লাশ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।’