জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (জেএমপিএল) ইয়াসুনোরি কাটসুমাতাকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি খাতে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন কাটসুমাতা। ২০২৪ সালের আগস্টে প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেএমপিএলে যোগ দিয়েছিলেন তিনি। কাটসুমাতা বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনাঘাটে জেএমপিএল গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জেরা আমেরিকাসে নবায়নযোগ্য জ্বালানির মহাব্যবস্থাপক এবং থাইল্যান্ডের ইলেকট্রিক জেনারেটিং কোম্পানি লিমিটেডের (ইজিসিও) আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মি. কাতসুমাতা মেকং এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন, যা একটি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ভিয়েতনামের ফু মাই ২.২ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে নেতৃত্ব দেন।