বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সারা দেশের জনগণ চায় অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ডিসেম্বর-২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবি’তে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ। ফারুক বলেন, যখনই বিএনপি দেশ নিয়ে, নির্বাচন নিয়ে কথা বলে তখনই একদল আছে তারা বলে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল। তিনি বলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলে তাদেরকে বলি তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করে ক্ষমতায় আসতে চান না। ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সরকার গঠন করেছিল, ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো করে বিএনপি সরকার গঠন করতে চায় না।
বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দেবে এ রকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদার প্রমুখ।