গত সপ্তাহে টানা দরপতনের পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯০টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক। কোম্পানিটির প্রায় ১৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ১৬ কোটি টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ছিল বিচ হ্যাচারি ও ১১ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় শীর্ষে ছিল উত্তরা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ০.০৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে। সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।