বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল তাদের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা। তাদের বিরুদ্ধে জমি কেনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য কোম্পানিটির চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকায় তা গোপন করে অস্বাভাবিক দামে কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলায় মোরশেদ ছাড়াও ছেলে সাইফুল আলম এবং জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধান শেষে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তে আরও তথ্য পেলে সেটা পরে চার্জশিটে যুক্ত করা হবে।