বিচারের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে থাকা চক্র এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের জাল বুনে চলেছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান জানান তিনি। গতকাল মেক্সিকোয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণতন্ত্র ঘিরে চলমান হুমকির ব্যাপারে সতর্ক করে রাষ্ট্রদূত বলেন, ‘যারা একসময় ষড়যন্ত্র করতেন, তারা এখনো সক্রিয় ও বিপজ্জনক।
আমাদের মাঝে বিভাজন ঘটাতে পারলে তাদের ফিরে আসার পথ সুগম হবে। আমাদের ঐক্য রক্ষা করতেই হবে। মতপার্থক্য যেন শত্রুতায় রূপ না নেয়।’
তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন মুসোলিনির ফ্যাসিবাদ স্মরণ করিয়ে দেয়। ওই শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একে একে ভেঙে দেওয়া হয়। পরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হতো। তবে ছাত্র, যুবক, শ্রমিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রতিরোধ, ত্যাগ ও ঐক্যের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এ গণ অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর বিজয় নয়। এটি ছিল সবার বিজয়।’