রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ওই যাত্রীর নাম মো. পান্নু হাওলাদার। তিনি বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। তার বাড়ি বরগুনার আমতলীতে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল এসব তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ইউএস বাংলা এয়ারলাইনসের অভ্যন্তরীণ বিএস ১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তিনি ইয়াবা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে ইয়াবা বহন করছে বলে জানায়। পান্নু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।