জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, পরাজিত শক্তি দেশে নানাভাবে সহিংসতা ও নাশকতা চালিয়ে যাচ্ছে। এসব অপকর্মের ফলে তারা নিজেরাই আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশপ্রেমিক জনতা এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে ইনশায়াল্লাহ। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা আফেন্দী আরও বলেন, গণহত্যাকারী দল এবার আগুন-সন্ত্রাস শুরু করে তাদের আসল পরিচয় তুলে ধরছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা ইসির জন্য কঠিন। গণভোট আয়োজনে ইসিকে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হয়, সে ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট দিলেই হবে। ফলে নির্বাচন কমিশনের বাড়তি কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না। এক দিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারের বহুমাত্রিক সংকট থেকে দেশ রক্ষা পাবে।