ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দুটি গুরুত্বপূর্ণ আসনে শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। জমে উঠেছে প্রচার-প্রচারণা। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার পর পরই নির্বাচনি উত্তাপে ভাসছে। বিএনপি-জামায়াতের প্রার্থী ও সমর্থকরা রাত-দিন মিছিল, মিটিং, পথসভা এবং উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণার পর থেকে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস ছড়িয়ে পড়েছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ধানের শীষে ভোট চেয়ে করছেন মিষ্টিও বিতরণ। এদিকে জামায়াতে ইসলামী প্রায় এক মাস আগে এ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সদর আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দলের প্রার্থী। জামায়াতের কর্মী-সমর্থকরা পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বরাবরই বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে এ জেলার দুটি আসনে (বগুড়া-৬ ও বগুড়া-৭) নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ঐতিহ্যবাহী এ নির্বাচনি এলাকায় এবার তাঁর সঙ্গে তারেক রহমানের মনোনয়ন নিশ্চিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান বিপুল ভোটে বিজয় লাভ করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবেন। আমরা আশা করছি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন।