রাজশাহী অঞ্চলের প্রবাহিত নদী, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত, দূষণরোধ ও পুনর্খনন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি। গতকাল দুপুরে রাজশাহী দাবির ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এসব বিষয়ে নিজের আন্তরিকতার কথা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। স্মারকলিপি প্রদানকালে বাপা জাতীয় কমিটির সদস্য জামাত খান, রাজশাহী জেলা সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সহসভাপতি অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। জেলার অভ্যন্তরে বিভিন্ন নদী, খাল ও জলাশয় বিদ্যমান। এক সময় এসব নদী, খাল ও জলাশয়ে ছিল প্রাণচঞ্চলতা। তবে অবৈধ দখলদার ও বিভিন্ন সরকারি দপ্তরের তদারকির কারণে নদী, খাল ও জলাশয়গুলো ভাগাড়ে পরিণত হয়েছে।