নাট্যচর্চার চার দশকে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ থিয়েটার। নাটক, নাচ, গান ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছে তিন দিনের এ উৎসব।
গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এরপর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিল্পকলার নাট্যশালার ফটক দিয়ে বের হয়ে সমগ্র শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় নাট্যশালায় এসে শেষ হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন- নৃত্যগুরু আমানুল হক, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ ও সাংস্কৃতিক সংগঠক রেজাউদ্দৌলা চৌধুরী, বাংলাদেশ থিয়েটার প্রধান খন্দকার শাহ আলম, অভিনেতা আবদুল আজিজ প্রমুখ। উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে সংগীত ও শরীর চর্চার শিক্ষক বাতিল করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান সেলিমা রহমান।