চট্টগ্রাম নগর ও জেলায় পৃথক ঘটনায় হত্যার শিকার হয়েছেন দুজন। তার মধ্যে একজনকে ছুরিকাঘাত করে ও অপরজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পৃথক এ দুই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করে সানি নামে এক যুবক ও তার সহযোগীরা। নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি সৌদি প্রবাসী আবদুল মান্নান (৪০) রাতে ত্রেবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আবদুল মান্নান পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।