রাজধানীর মোহাম্মদপুরে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কারখানা থেকে ৩৫টি ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেনেভা ক্যাম্পের ৭নং সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে এ কারখানার সন্ধান পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কে বা কারা কারখানাটি পরিচালনা করত এবং কারা কারিগর হিসেবে কাজ করত তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি। এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর মোড় ও মৌচাক আয়শা শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিক পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী সোমবার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল। জানা গেছে, আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যে ক্যাম্পে ককটেল তৈরির ওই কারখানাটির খোঁজ মেলে। যারা তথ্য দিয়েছে, তারাও ককটেল তৈরির কারিগর।
মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটির সন্ধান পাওয়া যায়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এই কারখানার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তাদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।’