সুফি মতাদর্শে বিশ্বাসী তিনটি দলের ‘বৃহত্তর সুন্নি জোট’ ১৩ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। এ লক্ষ্যে পাঁচটি বিভাগীয় শহরে পাঁচটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম মহাসমাবেশটি আজ বিকালে চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হবে। তাছাড়া, জোটগতভাবে দল তিনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। তিনটি দলই নির্বাচন কমিশনে নিবন্ধিত।
জানা যায়, সুফি ইজমে বিশ্বাসী তিনটি দল- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রীম পার্টি ‘বৃহত্তর সুন্নি জোট’ নামে তিন মাস আগে জোটবদ্ধ হয়।
এরই মধ্যে নানা কর্মসূচি পালন করে। ২ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে ১৩ দফা দাবি ঘোষণা করে। একই সঙ্গে পাঁচটি শহরে মহাসমাবেশের তারিখও ঘোষণা করা হয়। আজ প্রথম সমাবেশটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে, ২২ নভেম্বর নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বর কুমিল্লা, ৬ ডিসেম্বর হবিগঞ্জ এবং ২০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।