আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন টিমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। গতকাল রাজধানীর একটি হোটেলে তারা বৈঠকটি করেন। এ সময় বাংলাদেশের সংকটময় মুহূর্তে সহায়তা এবং জরুরি সংস্কার বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দেওয়ার প্রতি আইএমএফের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান এনসিপির নেতারা। বৈঠকে আইএমএফের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এনসিপির জাবেদ রাসিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদ, আবদুল্লাহ আল মামুন ফয়সাল ও মো. আবদুল্লাহ আল ফয়সাল।
আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট এবং যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব চ্যালেঞ্জ স্বীকার করে এনসিপির প্রতিনিধিরা রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন এবং সংস্কার বাস্তবায়নের ধীরগতির বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতির কথা জানান।