ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট বাস্তবায়ন অনেক কঠিন। জাতীয় স্বার্থ বিবেচনায় এই কঠিন কাজ যেন সরকার সম্পন্ন করতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
এম এ আউয়াল বলেন, আমরা মনে করি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসেবে আসন নির্ধারণ অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সার্বিক বিচারে এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।