৪ এপ্রিল, ২০২০ ০৯:৪৪

করোনাভাইরাস: নিউইয়র্কে প্রতি ঘণ্টায় ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: নিউইয়র্কে প্রতি ঘণ্টায় ২৩ জনের মৃত্যু

বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৯ হাজারের বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রের করোনা মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নিউইয়র্ক। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬২ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় প্রতি ঘণ্টার ব্যবধানে মারা গেছে ২৩ জন।

নিউইয়র্কে এ পর্যন্ত ২ হাজার ৯৩৫ জন মারা গেছে করোনায়। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬৩ জনে।

সূত্র: ডেইলি মেইল


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর