শিরোনাম
৪ এপ্রিল, ২০২০ ১৯:২৫

নোয়াখালীতে ১০ হাজার পরিবারে ত্রাণ সামগ্রী

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে ১০ হাজার পরিবারে ত্রাণ সামগ্রী

ত্রাণ বিতরণ মুহূর্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন, হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

আজ শনিবার দুপুরে চাটখিল ও সোনাইমুড়ীতে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সহায়তা হিসেবে ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইবু, হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এসব সামগ্রী প্যাকেট করেছেন। প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ৩ কেজি আলুসহ ২০ কেজি সমপরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর