১৬ মে, ২০২০ ১৬:৫২

করোনায় দশম সপ্তাহে দৈনিক গড়ে আক্রান্ত ১ হাজার ৪৬ ও মৃত্যু ১২

অনলাইন ডেস্ক

করোনায় দশম সপ্তাহে দৈনিক গড়ে আক্রান্ত ১ হাজার ৪৬ ও মৃত্যু ১২

চীন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনা। শনাক্তের প্রথম দিন হিসেবে শনিবার পর্যন্ত দশম সপ্তাহ শেষ হলো।

এ সময়ে রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭ বাজার ৩২৫ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ে মৃত্যু হয় সর্বমোট ৮৬ জনের। শতাংশের হিসাবে দৈনিক গড়ে ১ হাজার ৪৬ জন আক্রান্ত ও ১২ জনের মৃত্যু হয়।

চলতি দশম সপ্তাহে গত ১৫ মে একদিনে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ২০২ জন আক্রান্ত হন। এছাড়া গত ১৩ মে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়।

পরিসংখ্যানে দেখা যায়, গত ১০-১৬ মে পর্যন্ত যথাক্রমে আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৭ জন, ১ হাজার ১৩৪ জন, ৯৬৯ জন, ১ হাজার ১৬২ জন, ১ হাজার ৪১ জন, ১ হাজার ২০২ জন এবং ৯৩০ জন। একই সময়ে মৃত্যু হয় যথাক্রমে ১১ জন, ১১ জন, ১৯ জন, ১৪ জন, ১৫ জন ও ১৬ জন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর