২৪ মে, ২০২০ ১৮:৪০

গাজীপুরে করোনায় একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে করোনায় একজনের মৃত্যু

গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনিবার রাতে মারা গেছেন। দক্ষিণ কোরিয়া ফেরত ওই ব্যক্তি গাজীপুরের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জন মারা গেছেন। 

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মো: দুলাল মিয়ার ছেলে দক্ষিণ কোরিয়া ফেরত মো: ফারুক হোসেন (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়াও ওই ব্যক্তি শ্বাসকষ্ট জনিত এজমা রোগী ছিলেন। তিনি রাজধানীর একটি ভর্তি ছিলেন। সেখান থেকে রেফার্ড হয়ে শনিবার রাত ১০টার দিকে তিনি আনকনসাস অবস্থায় গাজীপুরের কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে তিনি মারা যান। এ নিয়ে গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জন মারা গেছেন। তবে আগের তিনজন করোনা লক্ষণ নিয়ে মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ রোগ সনাক্ত হয়েছে।  

গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ডা: খলিলুর রহমান জানান, রবিবার রাত পর্যন্ত এ হাসপাতালে ১৪ জন করোনা পজেটিভ রোগী ভর্তি রয়েছেন। এ হাসপাতালে এটাই প্রথম চিকিৎসাধীন অবস্থায় কোন করোনা রোগী মারা গেলেন।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর