শিরোনাম
২৫ মে, ২০২০ ২০:০৪

করোনায় মারা গেলেন এলজিইডি কর্মকর্তা

অনলাইন ডেস্ক

করোনায় মারা গেলেন এলজিইডি কর্মকর্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ের অ্যাকাউটন্স অফিসার কাজী আলতাফ হোসেন ফিরোজ (৫৬) মারা গেছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার মিরপুর ১২ নম্বরে বেসরকারি রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি। পরে সোমবার ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ভাগিনা গোলাম মোস্তফা রাজ জানান, এলজিইডির প্রধান কার্যালয়ের অ্যাকাউন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন কাজী আলতাফ হোসেন ফিরোজ। পাঁচ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর ১২ নম্বরে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র আরও জানায়, আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফন কাফনের অনুমতি নিয়ে সোমবার ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর