২৬ মে, ২০২০ ০১:০০

শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত চিকিৎসক ও কাউন্সিলর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত  চিকিৎসক ও কাউন্সিলর

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার একজন চিকিৎসক ও পৌরসভার একজন কাউন্সিলর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানা যায়, সোমবার (২৫ মে) রাতে সিলেট ল্যাব থেকে এই দুইজনের করোনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে। এদের একজন শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (২৬)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে থাকেন। 

অপরজন শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর (৫৫)। কাউন্সিলরের বাসা শহরের কালিঘাট সড়কে। এরা দুইজনই গত কয়েক দিন ধরে শারীরিক ভাবে অসুস্থতা বোধ করায় গত ২৩ মে তাদের দুই জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য আরও চারজন ডাক্তারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত কাউন্সিলাররের বাসা লকডাউন করে তাকেও হোম আইসোলেশনে রাখা হয়েছে।  


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর