২৬ মে, ২০২০ ১৬:২১

সংক্রমণের ‘৭০ দিন পর’ নারীর শরীরে করোনার উপসর্গ!

অনলাইন ডেস্ক

সংক্রমণের ‘৭০ দিন পর’ নারীর শরীরে করোনার উপসর্গ!

অস্ট্রেলিয়ার চিকিৎসকরা ধারণা করছেন, বিলাসবহুল প্রমোদতরী রুবি প্রিন্সেস থেকে ফেরার পর সবশেষ যে নারী নভেল করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন তার শরীরে ৭০ দিন ভাইরাসটি সুপ্ত অবস্থায় ছিল। খবর ক্যানবেরা টাইমস এর।

বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় সংক্রমণের জন্য এই রুবি প্রিন্সেসকে দায়ী। এটি মূলত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্রমোদতরী। ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে হাওয়াই দ্বীপে চলাচল করত। বেশির ভাগ বয়স্ক মানুষ এই প্রমোদতরীতে ঘুরতে যেতেন অবসরে।

গত বছরের শেষ দিকে প্রমোদতরীটি যোগ দেয় অস্ট্রেলিয়ার রুটে। প্রথম থেকেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-এ দুই দেশে কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি ট্যুরে চলাচল করে মহাসমারোহে।

লকডাউন শুরু হলে গত মার্চে রুবি প্রিন্সেস ভিড়তে যায় সিডনিতে। পড়ে নিষেধাজ্ঞার বেড়াজালে। তারপর কোনোমতে অনুমতি পেয়েই সিডনিতে নামিয়ে দেয় ২ হাজার ৭০০ যাত্রীকে। যাদের মধ্যে শুরুতেই পাওয়া যায় ১৩৩ জন কভিড-১৯ আক্রান্ত। এর কয়েক দিনের মাথায় মৃত্যুবরণ করেন কয়েকজন যাত্রী। শুরু হয় তীব্র সমালোচনা।

জানা গেছে, কুইন্সল্যান্ডের ওই নারী সোমবার পজিটিভ হন। অসুস্থতা প্রকাশ পাওয়ার আগে ‘সুপ্ত’ ভাইরাস বহনের সবশেষ উদাহরণ তিনি। কুইন্সল্যান্ডে গত সপ্তাহে আরেক নারীর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ভারত থেকে ফেরার দুই মাস বাদে তিনি পজিটিভ হন।

এ বিষয়ে কুইন্সল্যান্ডের প্রধান প্রশাসক আননাস্টেসিয়া প্যালাস্কজুক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রুবি প্রিন্সেসের ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা নেয়ার দরকার আছে কি না, সেটি খেয়াল রাখা হচ্ছে। এভাবে অনেক দিন বাদে উপসর্গ দেখা দেয়ায় আমরা অঙ্গরাজ্যের সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখব।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর