২৬ মে, ২০২০ ১৮:৩০

রাশিয়ায় একদিনে করোনায় রেকর্ড মৃত্যু

অনলাইন ডেস্ক

রাশিয়ায় একদিনে করোনায় রেকর্ড মৃত্যু

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে প্রথমদিকে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। সর্বশেষ একদিনেই অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৪ জন। দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।তবে এদিন দেশটিতে রেকর্ড ১২ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও দাবি কর্তৃপক্ষের।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৭ জন।

আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার, যা দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ। আক্রান্তের তালিকায় রাশিয়ার ওপরে আছে যুক্তরাষ্ট্র, ১৬ লাখ ৬২ হাজার; দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, প্রায় পৌনে ৪ লাখ।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন। এই সময়ে রেকর্ড ১২ হাজার ৩৩১ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানানো হয়েছে। সময়টাকে করোনা আক্রান্তের সর্বোচ্চ সীমা পেরিয়ে যাওয়া হিসেবেও দেখা হচ্ছে।

এরই মধ্যে রাশিয়ার অধিকাংশ জায়গায় লকডাউন শিথিল করে আনা হয়েছে। তবে এপিসেন্টার মস্কোতে মে মাসের শেষ পর্যন্তই লকডাউন বহাল রাখা হয়েছে।

সোমবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপস্থিত হতে দেখা গেছে। এত দিন কয়েক সপ্তাহ ধরে মস্কোর নিজ বাসভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশের তুলনায় আক্রান্তের বিবেচনায় রাশিয়া মৃত্যুর হার অনেক কম। সমালোচকদের দাবি দেশটিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর