২৬ মে, ২০২০ ১৮:৪১

করোনায় মৃত ২১ জনের বিষয়ে যা জানানো হয়েছে

অনলাইন ডেস্ক

করোনায় মৃত ২১ জনের বিষয়ে যা জানানো হয়েছে

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। আজ মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।  

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪ জন পুরুষ এবং ৭ জন নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো- ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ এর মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছররের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন। এলাকাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভােগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ এবং বরিশাল বিভাগে ২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। নতুন করে ২৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪০৭ টি। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর