২৬ মে, ২০২০ ২০:৪৬

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন

কিশোরগঞ্জে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২০ মে ১৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের পজিটিভ, ১২২ জনের নেগেটিভ ও ২ জন পুরনো পজিটিভ রোগী রয়েছেন। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ২ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ৩ জন ও কটিয়াদীতে ১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮৪ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আইসোলেশনে থাকা কোভিড আক্রান্তের সংখ্যা ৯১ জন। এরমধ্যে হাসপাতালে ৩০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৬১ জন। অন্য জেলা থেকে আগত আইসোলেশনে থাকা কোভিড আক্রান্ত ৬ জন এবং আইসোলেশনে থাকা নেগেটিভ/ সাসপেক্টেড রয়েছেন ৬ জন। এছাড়া বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৮ জন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর