২৬ মে, ২০২০ ২১:৩০

ড. জাফরুল্লাহকে প্লাজমা থেরাপি

অনলাইন ডেস্ক

ড. জাফরুল্লাহকে প্লাজমা থেরাপি

ফাইল ছবি

করোনা আক্রান্ত ড. জাফরুল্লাহ চৌধুরীকে আজ সন্ধ্যায় ৬টায় প্লাজমা থেরাপির দেওয়া হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার সাইমুম আরাফান পান্থ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পান্থ জানান, গণস্বাস্থ্যকেন্দ্র নগর হাসপাতালে তার নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর 'ও পজিটিভ' ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ ট্রান্সফিউশন মেডিসিন থেকে এ প্লাজমা সংগ্রাহ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গত রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর