২৭ মে, ২০২০ ০৪:৪৫

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াল

প্রতীকী ছবি

গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত ৫৬ লাখ ৪৭ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ২০২ জন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এদিকে করোনা মহামারীতে  মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের।

সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্টে মৃতের সংখ্যা ১ লাখ ২৮৭ জন। দেশটিতে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৭ হাজার ৭৩৭ জন। সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৬৯ হাজার ৪৩৮ জন। সুস্থতার তুলনায় মৃতের হার ১৮ ভাগ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য হচ্ছে নিউ ইয়র্ক। এই স্টেটে মোট ৩ লাখ ৭২ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৩১০ জন। অপরদিকে নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ১৬৮ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৭ জনের। ইলিনয়েস রাজ্যে আক্রান্ত ১ লাখ ১২ হাজার ১৭ জন। মৃত্যু ৪৮৮৪ জন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর