২৭ মে, ২০২০ ১৪:০১

দিনাজপুরে চিকিৎসকসহ আরো ১৬ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চিকিৎসকসহ আরো ১৬ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরো ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বিরলে সাতজনের ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ শিশু,  দিনাজপুর সদরে চিকিৎসকসহ ৪ জন পুরুষ এবং চিরিরবন্দরে ২ জন পুরুষ, বোচাগঞ্জে একজন পুরুষ, বীরগঞ্জে পুরুষ চিকিৎসক, কাহারোলে এক পল্লী চিকিৎসক পুরুষ (৫৫) করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে হোম আইসোলেশনে এবং বিরলের ৫ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৮ জন। যার মধ্যে পুরুষ ১১০ জন, নারী ৩০ জন ও শিশু ৮ জন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। 

মঙ্গলবার রাতে প্রাপ্ত তথ্যে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আরও জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে  ১০৬ জনের নমুনার ফলাফলের মধ্যে ১৬টি নতুন করোনা পজেটিভ এবং বাকি ৯০টির ফলাফল নেগেটিভ।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর