২৮ মে, ২০২০ ১৬:৫৯

লাকসামে আরো ৬ জনের করোনা শনাক্ত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে আরো ৬ জনের করোনা শনাক্ত

কুমিল্লার লাকসামে দুই পরিবারের মা-মেয়েসহ নতুন ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ২১টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ এবং অন্যদেও নেগেটিভ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫০ জনে পৌঁছলো। উপজেলা স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড  রেসপন্স টিম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ পৌরশহরের পশ্চিমগাঁও এলাকার মা ও দুই মেয়ের করোনা পজেটিভের রিপোর্ট আসে। তারা পরিবারের ৬৪ বছর বয়সী গৃহকর্তার (হাসপাতাল এলাকার ফার্মেসি মালিক) সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। সোমবার ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে ওই পরিবারে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। 

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা.  মেহেদী হাসান জিতু জানান, উপজেলায় এ পর্যন্ত ৫০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৪২৭টি। আজ নতুন ছয়জনসহ সর্বমোট ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ৩৭৭টি রিপোর্ট নেগেটিভ। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর