২৯ মে, ২০২০ ১৭:৫২

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেন। ওই নারী গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি-কাশিজনিত রোগে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে তার নিজ বাড়িতে মারা যান।

তার মৃত্যুর খবর শুনে স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি বিষয়টি চাঁদপুর সিভিল সার্জনকে অবগত করেন। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর দাফন-কাফনে তেমন কোন লোকজন এগিয়ে না আসায় চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে কিউআরসি’র টিম লিডার মেহেদী হাসান ও নাজমুল হাসান বাঁধনের নেতৃত্বে সদস্যরা মৃতের বাড়িতে গিয়ে দাফন কাফন সম্পন্ন করেন।

কাউন্সিলর হাবিবুর দর্জি জানান, তিনি বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশিজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সিভিল সার্জনকে বিষয়টি অবগত করি। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। বাকিটা রিপোর্ট আসলে বুঝা যাবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর