২৯ মে, ২০২০ ১৯:৫০

নাটোরে আরও একজনের করোনা শনাক্ত

নাটোর প্রতিনিধি

নাটোরে আরও একজনের করোনা শনাক্ত

নাটোরের বড়াইগ্রামে আরও একজন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি পাবনার বেড়া উপজেলায়। তিনি গত ২৩ মে বড়াইগ্রামে তার স্বাস্থ্যকর্মী বোনের মাধ্যমে নমুনা দিয়েছেন।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। মূলত তিনি বেড়া এলাকার বাসিন্দা। নতুন করে এই একজন আক্রান্ত হওয়ায় বড়াইগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১১জন এবং জেলায় মোট ৫৫ জন। এর মধ্যে ইতিমধ্যে শনাক্তের আগেই একজনের মৃত্যু হয় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৪ জনের নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে তিনটি পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের বড়াইগ্রামের একজন, রাজশাহীর একজন ও পাবনার একজন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর