২৯ মে, ২০২০ ২১:৩২

বাগেরহাটে আরও তিন জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আরও তিন জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

বাগেরহাটে নতুন করে আরও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা আক্রান্তরা একই বাড়ির দুই নারীসহ তিন জন। 

শুক্রবার রাতেই তাদের বাড়িটি লকডাউন করে দিয়েছে শরণখোলা উপজেলা প্রশাসন। নতুন করে তিনজনের করোনা শনাক্তের মধ্যে দিয়ে জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। এরমধ্যে দুইজন মারা গেলেন। ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন চিকিৎসাধীন। এনিয়ে শরণখোলা উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাত জনে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, শরণখোলা উপজেলায় নতুন করে আরো তিনজনের করোনা পরীক্ষার রিপোর্ট শুক্রবার রাতে পজেটিভ এসেছে। গত ২২ মে খুলনার ডুমুরিয়া থেকে পরিবারের ৮ জন রাজাপুরে তাদের আত্মীয় বাড়িতে আসে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ওই বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে তাদের হোম কোয়াররন্টাইন নিশ্চিত করেন। ওইদিনই উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে থেকে তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে করোনা পরীক্ষায় তিন জনের করোনা পজেটিভ এসেছে। করোনা পজটিভ আসার পরই রাতেই আক্রান্তদের আত্মীয়ের ওই বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের ওই বাড়ির একটি কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানান জেলার এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর